বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

Published On Apr 15, 2021

২৮ মার্চ ২০২১

বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর উদ্যোগে জুম ভিডিওকলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
সংগঠনের সভাপতি ময়নুল চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আজিজুর রহমান এর সঞ্চালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্টানের সার্বিক উপস্থাপনায় ছিলেন টিভি প্রেজেন্টার সামসুন নাহার নিম্মি ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা।

অনুষ্ঠানের শুরুতেই কানন হাসান, রেখা রোজারিও ও তার দলের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশিত হয় । ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন বাক’র অন্যতম প্রতিষ্টাতা ডা: সায়েদুর রহমান। অনুষ্টানে বক্তব্য রাখেন বাক'র উপদেষ্টা ড: গুলশান আরা পুস্পা, ডা: শওকত খান, আব্দুল মুমিত মামুন, সাবেক উপদেষ্টা কাজী বেলাল শাহজাহান বাক’র সাবেক সভাপতি ও উপদেষ্টা মশিউর রহমান কামাল, মুক্তিযাদ্ধা ডেভিড স্বপন জোজারিও, কানেকটিকাট ষ্টেট আওয়ামী লীগ সভাপতি জিহাদুল হক, কানেকটিকাট ষ্টেট বিএনপি আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপু, বাক’র সহসভাপতি নুরুল আলম প্রমুখ ।

অনুষ্ঠানে কবিতা আবৃওি করেন নিহার আন্না গোমেজ সংগীত পরিবেশন করেন ফারহানা খান এনি, মুক্তা রোজারিও, জ্যোতি গোমেজ, তান্নি সরকার, শিখা রোজারিও, ভিক্টর ডোনাল্ড রোজারিও প্রমুখ ।
অনুষ্ঠানে সম্পূর্ণ ম্যাগাজিনটি ভিডিও ফুটেজের মাধ্যমে পরিবেশন করেন হুমায়ুন চৌধুরী। এ প্রাণবন্ত অনুষ্টানটি ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে পরিবেশিত হয়। অনুষ্টানে বাক'র বর্তমান ও সাবেক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কানেকটিকাটের বিভিন্ন শহর থেকে বাক’র সদস্যবৃন্দ জুম ভিডিওকলের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সন্দ্ব্যা ৭ ঘটিকা থেকে শুরু হয়ে রাত ১০ ঘটিকা পর্যন্ত চলে। তান্নি সরকার ও জোতি গোমেজের অসাধারন পরিবেশনা সবাইকে মাতিয়ে রাখে। অনুষ্ঠানে সামসুন নাহার নিম্মির প্রাণবন্ত উপস্থাপনা সবাইকে আনন্দ প্রদান করে।
পরিশেষে সভপতি ময়নুল চৌধুরী হেলাল সাবাইকে অনুষ্টানে যোগদান করার জন্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন ।